কুষ্টিয়ায় পোল্টি ফার্মে বিদ্যুতের লাইনে জি আই তারের সংযুক্ত থাকায় শক খেয়ে বৃদ্ধের মৃত্যু । 290 0
কুষ্টিয়ায় পোল্টি ফার্মে বিদ্যুতের লাইনে জি আই তারের সংযুক্ত থাকায় শক খেয়ে বৃদ্ধের মৃত্যু ।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাদ্রাসা পাড়ায় পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তার জড়িয়ে একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী পোল্ট্রি ফার্মের মালিক মিন্টু ড্রাইভারের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কবুরহাট মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মিন্টু ড্রাইভার একটি বয়লার মুরগী ফার্ম করেছে। এই মুরগী যাতে চুরি না হয় সেজন্য প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মুরগী ফার্মের চারিদিকে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। একই এলাকার আব্দুল জলিল পাটওয়ারীর স্ত্রী সুফিয়া খাতুন ফজরের নামাজ পড়ে পোল্ট্রি ফার্ম সংলগ্ন একটি আমগাছে আম কুড়াতে যায়। এ সময় তিনি ওই পোল্ট্রি ফার্মের চারিদিকে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ দেওয়া জিআই তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান । এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা সরেজমিনে তদন্ত করেন। এদিকে ঘটনার পর পোল্ট্রি ফার্মের মালিক মিন্টু এলাকা থেকে পালিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।